ছবি : মেসেঞ্জার
মৌলভীবাজারে শীতার্ত ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুটু বলেছেন, আমরা জুনের মধ্যে নির্বাচন চাই। অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে চলে যাওয়া৷ স্থানীয় নির্বাচন করবে নির্বাচিত সরকার।
তিনি শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার জেলার শেরপুর বাজারে ২ হাজার শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সব জয় হয়েছে মনে করলে ভূল করবেন৷ কেবল একটা অবস্থার পরিবর্তন হয়েছে মাত্র। সামনে আরও কঠিন সময় আসছে।
এ সময় তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপি’র নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারে অসহায় শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।’
মেসেঞ্জার/মিল্লাদ/তুষার