ছবি : মেসেঞ্জার
ঢাকার আশুলিয়ায় ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা আশপাশের বাসাবাড়িতেও হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে ওই এলাকায় বসবাসকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শরিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া বটতলা রূপায়ণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল হক জানান, আমার কাপড়ের একটি ছোট বন্ধ কারখানা আছে। সম্প্রতি কারখানাটি পুনরায় চালু করি। তার কয়েক দিন পর আমার কাছে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তরা আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এছাড়াও হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আশপাশের কয়েকটি বাসাবাড়ির জানালার কাচ ভাঙচুর করে এবং গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।
ব্যবসায়ী নুরুল হকের ছেলে জয় হাসান বলেন, আমাদের বাড়ির গলিতে ৩০ থেকে ৪০ জন হেলমেট পড়ে এসে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করে ও গুলি চালায়। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী আনোয়ার হোসেন আনু, আমান মিয়াসহ বেশ কয়েকজনের বাড়িতে ভাঙচুর করে। এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে দুর্বৃত্তদের মাথায় হেলমেট থাকায় কাউকে চেনা যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভাঙচুর ও গুলির ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেসেঞ্জার/নোমান/তুষার