ছবি : মেসেঞ্জার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অভিযানে ভিআইবি ব্রিকস নামে অবৈধ ইটভাটার আগুন নিভিয়ে মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষ হওয়ার এক ঘন্টার পর আবারও চিমনির আগুন চালু করেছে ইটভাটার মালিক।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সরেজমিন উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত ‘ভিআইবি ব্রিকস’ নামে ইটভাটার চিমনিতে পূনরায় আগুন জ্বলতে এবং শ্রমিকরা পুরোদমে কাজ করতে দেখা গেছে।
পুনরায় ইটভাটায় আগুন দেওয়ার বিষয়টি জানতে চাইলে ইটভাটার ম্যানাজার আব্দুর রহিম গণমাধ্যম কর্মীকে বলেন, কাগজপত্র ত্রুটি ছিল তাই ১ লক্ষ টাকা জরিমানা করেছে এবং ১৫ দিনের সময় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন বলেন, তাদের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, তারা লাইসেন্স এর জন্য আবেদন করেছে। এমতাবস্থায় আগামী ১৫ দিনের মধ্যে তাদের লাইসেন্স সংগ্রহ করতে হবে অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা অমান্য করলে পরে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত ভিআইবি ব্রিকসের কর্তৃপক্ষ পরিবেশগত ছাড়পত্র এবং লাইসেন্স দেখাতে পারেনি। এ কারণে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় এই ভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।
মেসেঞ্জার/রিমন/তুষার