ছবি : মেসেঞ্জার
দুর্গম ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেটওয়ার্কের বাইরে থাকা অসহায়দের বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র দিল সেনাবাহিনী।
সড়ক পথে গাড়ি দিয়ে দেড় ঘন্টা, নৌপথে নৌকা দিয়ে একঘন্টা, অতঃপর পায়ে হেটে প্রায় অর্ধবেলা কেটে গেলে ২২ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়ে যোগাযোগ বিছিন্ন ও নেটওয়ার্কের বাইরে থাকা পাহাড়ি জনপদের প্রত্যন্ত এলাকার লেমুছড়িতে পৌঁছায় সেনাবাহিনী। যেখানে নেই কোনো হাসপাতাল বা ফার্মেসী। অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে ৩ শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধসহ শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।
শনিবার (১৮ জানুয়ারি) পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার ইয়ারিংছড়ি এলাকার লেবুছড়ি গ্রামের সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনায় এসব সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী। যেখানে রয়েছে দীর্ঘ দিনের হাত-পা পঁচা, হাড় ভাঙ্গাসহ নানা রোগে আক্রান্ত রোগী। যারা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে বলে জানান।
লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফের নেতৃত্বে মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্নব এসকল রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্রসহ নগদ অর্থ সহয়তা বিতরণ করেন।
মেসেঞ্জার/সাকিব/তুষার