ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের চতুর্দশ সম্মেলনে মাধ্যমে শীলা রায়কে সভাপতি ও জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। তার আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উদীচীর জেলা সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট বাচিক শিল্পী বেলায়েত হোসেন।
উদ্বোধনকালে বাচিক শিল্পী বেলায়েত হোসেন বলেছেন, 'আমাদের চাওয়া একটাই ক্ষুধা-দারিদ্রতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সেই লক্ষ্যে পথে প্রান্তরে-নগরে কাজ করছি। দেশে আমাদের প্রায় চারশটি সাংগঠনিক ইউনিট একই লক্ষ্যে লড়াই-সংগ্রাম করছে।'
এসময় তিনি বলেন, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও শোষকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। উদ্বোধনের শুরুতে সমবেতকন্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন সংগঠনের সদস্যরা। উদ্বোধনের সময় জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট বাচিক শিল্পী বেলায়েত হোসেন, দলীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ উদীচীর সভাপতি বিশিষ্ট নারীনেত্রী শিলা রায়।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ নুর।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রচনায়, পল্লব ভট্টাচার্যের নির্দেশনায়, জহির উদ্দিনের সংগীত প্রযোজনায় এবং সুহেল রানা, অমিত দে ও নাহিদ আল নেওয়াজের আবহ সংগীতে গীতিআলেখ্য 'আমার পরিচয়' মঞ্চস্থ করে উদীচীর নাট্য কর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরে বর্ণাঢ্য র্যালি বের করেন তারা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের কালিবাড়ীতে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে সভাপতি সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য হলেন, সহ-সভাপতি রমেন্দ্র কুমার দে, সঞ্চিতা চৌধুরী, গৌরী ভট্টাচার্য্য, জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক, সাইদুর রহমান আসাদ, সাধারণ সম্পদক,নাহিদ আল নেওয়াজ, কোষাধ্যক্ষ রুপা চন্দ, সম্পাদক,ইফতেখার সাজ্জাদ পিয়াল, নোভা চৌধুরী,পূর্বা চৌধুরী, আলী আহনাফ অনি, সায়ামানুল ইসলাম সজীব, তুর্য্য দাস, সদস্য বিজন সেন রায়, মানব চৌধুরী, নির্মল ভট্টাচার্য, আরতি পাল, পঙ্কজ দে, অ্যাড. এনাম আহমেদ, অ্যাড. মতিয়া বেগম, মো. মাইনুদ্দীন, মো. আবু তাহের মিয়া, জয়দেব দাস মৃন্ময়, পলি তালুকদার, অধ্যাপক তরুণ কান্তি দাস, স্বপন কুমার বর্মন, সতীশ গোস্বামী, মনোজ কান্তি পুরকায়স্থ, শ্যামল দেব, কো-অপ্ট রাখা হয়েছে দুইটি।
মেসেঞ্জার/তুষার