ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ১৯ জানুয়ারি ২০২৫

মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার(১৮ জানুয়ারি) বিকাল ৩ টার সময় ইলিশিয়া লাল ব্রিজস্থ মাঠে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের আহবায়ক মাহাফুজুর রহমান এনামের সভাপতিত্বে ও সদস্য সচিব ছাদেকুর রহমান ছাদেকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম কাউন্সিলর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার। 

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আজম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক নুরুল আলম জিকু, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম খিজির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব সিকদার আতিক উল্লাহ সিদ্দিকী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম মানিক ও সদস্য সচিব মাষ্টার মোস্তাফা জমির, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি বেলাল উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আসিফ নেওয়াজ ও সাবেক সদস্য সচিব আলাউদ্দিন লিটন।

এছাড়া জেলা ও উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মাতামুহুরি সাংগঠনিক উপজেলা শ্রমিকদলের সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতি পদপ্রার্থী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

মেসেঞ্জার/রিদুয়ান/তারেক