ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দোকান ঘর নিয়ে বিরোধ

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল লুটপাট

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:৪৬, ১৯ জানুয়ারি ২০২৫

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল লুটপাট

ছবি : মেসেঞ্জার

বাগেরহাটের মোরেলগঞ্জে দোকান ঘর নিয়ে বিরোধের জেরে মো. শাহিন খান (৩৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করে নগদ টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল লুটপাট করে এবং দোকান ভাংচুর করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার এ.বি গজালিয়া বজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী শাহিন খান বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের দক্ষিন তেলীগাতী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শাহিন খান সাথে পুটিখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের খলিলুর রহমান শেখ ও তার দুই ছেলে পারভেজ ও মামুন শেখের সাথে গজালিয়া বাজারের একটি দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় খলিলুর রহমান তার দুই ছেলে পারভেজ ও মামুনসহ ৭/৮ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহিন খানের দোকানে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে খলিলুর রহমানের নির্দেশে তার ছেলে মামুন শাহিন খানকে লোহার রড দ্বারা পিটিয়ে জখম করে। এসময় তার দোকানে থানা নগদ সাত লক্ষ্য টাকা, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সেট সহ প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন মালামাল লুটে নেয় এবং দোকান ভাংচুর করে।

এ বিষয়ে ব্যবসায়ী শাহিন খান বলেন, এ ঘটনার পর থেকে খলিলুর রহমান ও তার দুই ছেলে পারভেজ ও মামুনের হুমকীকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই। এ বিষেয় পারভেজ শেখ বলেন, আমি আমার দোকান ঘরের সাটার খুলে নিয়াছি, এ ছাড়া দোকানের কোন কিছু নেয়া হয়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ রাজিব আল রশিদ বলেন, এ সংক্রান্ত ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত তদন্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মেসেঞ্জার/রিফাত/তারেক