ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

নওগাঁয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৯, ১৯ জানুয়ারি ২০২৫

নওগাঁয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারদের আর্থিক সহায়তা প্রদান

ছবি : মেসেঞ্জার

নওগাঁয় জুলাই-আগস্ট ২০২৪ এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিষদের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের আর্থিক এই সহায়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারদের মধ্যে সহায়তার এই চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট ২০২৪ এর গণ অভ্যুত্থানে বিভিন্ন ঘটনা, শহীদদের আত্নত্যাগ তুলে ধরে তাঁদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ জেলার ৯ জন শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

নওগাঁ জেলার ৯ জন শহীদ হলেন- রাসেল রানা, ফাহমিদ জাফর, বিপ্লব মন্ডল, শাকিল আনোয়ার, আস সবুর, বায়েজিদ বোস্তামী, মাহফুজ আলম শ্রাবন, রায়হান আলী ও রিদওয়ান শরীফ রিয়াদ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলার ৯ শহীদের প্রত্যেকের নাম গেজেটভুক্ত হয়েছে। তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা ও পরিবারগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদান করা হবে।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এএইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, ছাত্র সম্বয়ক আরমান হোসেন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেসেঞ্জার/বেলায়েত/তুষার