ছবি : মেসেঞ্জার
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে এসএ টিভির ১২তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। দুপুরে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে এ উপলক্ষ্যে আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, আমিনুর রহমান টুকু, বিমল কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এসএ টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, আগামীতে এসএ টিভির উত্তরোত্তর সাফলতা কামনা করেন। পরে এসএ টিভির ১২তম প্রতিষ্ঠা বাষির্কীর কেক কাটা হয়।
মেসেঞ্জার/শাহজাহান/তুষার