ছবি : মেসেঞ্জার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামুনুর রশিদ মামুন নামে নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার মামলায় রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কোভিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর সাতমাথা থেকে তাকে গ্রেপ্তার করে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশ।
মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, গ্রেপ্তার কোভিদ হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন নামের এক যুবদল নেতার মামলার আসামি। গত বছর ১৩ নভেম্বর রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুন বাদী হয়ে হত্যা চেষ্টার মামলা (নং ১২) করেছিলেন। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, গ্রেপ্তার কোভিদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মেসেঞ্জার/তুষার