ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চুয়াডাঙ্গায় হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ১৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:২৭, ১৯ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় হেলমেট পরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ছবি : মেসেঞ্জার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুর্নবাসন কমিটির সভাপতি।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮ টার সময় আলমডাঙ্গা তাঁতী সেডের পাশে সোহেলের চায়ের দোকানের সামনে এ জখমের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হক রাত ৮টার দিকে ৮-১০ জনকে সঙ্গে নিয়ে তাঁতী সেডের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। তিনি সেখান থেকে বের হওয়ার সাথে সাথে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি মাথায় হেলমেট পরা অবস্থায় চড়াও হয়ে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এসময় মাহাবুল হক হাত দিয়ে সেই কোপ ঠেকিয়ে দিলে জীবন রক্ষা পাই। ঘটনার পরপরই সেই দুর্বৃত্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

এদিকে মাহাবুল হককে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনায় তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার জোয়ার্দার ও সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওলটু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক মীর উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কনক, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর কৃষক দলের সভাপতি জহুরুল হক মামুন, সাধারণ সম্পাদক শামীম আল মামুন প্রিন্স প্রমূখ।

বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।