ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

কৃতি চিকিৎসকদের সংগঠন ‘আর এম সিয়ান ইন’ যশোরের কমিটি গঠন

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ১৯ জানুয়ারি ২০২৫

কৃতি চিকিৎসকদের সংগঠন ‘আর এম সিয়ান ইন’ যশোরের কমিটি গঠন

ছবি : মেসেঞ্জার

কৃতি চিকিৎসকদের সংগঠন ‘আর এম সিয়ান ইন’ যশোরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। স্বনামধন্য রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বিডিএস পাশ করা যশোরের চিকিৎসকদের নিয়ে কমিটিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদের এই কমিটিতে ডা. শহিদুল হক রাহাতকে সভাপতি ও ডা. আবু সাঈদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

১৭ সদস্য কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ডা. আঞ্জুমান আরা ইলোরা, ডা. ইউসুফ আলী, ডা. শান্তনু বিশ্বাস, যুগ্ম সম্পাদক ডা. আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ ডা. সৈকত পারভেজ, ডা. এ এইচ এম মঞ্জুর উদ্দিন রাজীব, সহ কোষাধ্যক্ষ ডা. মুনজুরুল আহসান মুন, দপ্তর সম্পাদক ডা. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. শেখ আতাহার তুর্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. সাজ্জাদ হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. শুভময় সাহা, সদস্য ডা. বনি আমিন, ডা. নাজমুন আরা সুলতানা ফারিয়া, ডা. খাদিজা আক্তার, ডা. সিরাজুম মনিরা রহিম বৃষ্টি।

এছাড়া কমিটির উপদেষ্টা পদে ৫ জন মনোনীত হয়েছেন। তারা হলেন ডা. মেজবাহ উর রহমান, অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন, ডা. মীর ফয়জুল ইসলাম, ডা. আসাদুজ্জামান ও ডা. শামীম রেজা।

সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ জানিয়েছেন, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বিডিএস পাশ করা যশোরের কৃতি চিকিৎসকদের একত্রিত করার প্রয়াসে গত ৪ জানুয়ারি প্রথমবারের মত ‘আর এম সিয়ান ইন’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। পরে ১৯ জানুয়ারি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এটি একটি নির্দলীয় সংগঠন।

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বিডিএস পাশ করা যশোরের সকল চিকিৎসককে একে অপরের সাথে পরিচিত করা এবং যে কোন বিপদে একে অন্যের পাশে দাঁড়ানো এই সংগঠনের মূল উদ্দেশ্য।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন