ঢাকা,  বুধবার
০৫ ফেব্রুয়ারি ২০২৫

The Daily Messenger

বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত: ২০:১৮, ১৯ জানুয়ারি ২০২৫

বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালন

ছবি : মেসেঞ্জার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজি: ৯২৫) শ্রমিকরা কেক কেটে জন্মদিন পালন করেন।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়নের সভাপতি মো. আসাদুল ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর পক্ষ থেকে শ্রমিকরা কেক কেটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন করেছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, ইউনিয়ন বিএনপির নেতা জব্বার আলী মেম্বার, বেনাপোল ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন, সহ-সভাপতি তবিবুর রহমান, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি তবিবুর রহমান, সহ-সভাপতি তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী ডাক্তার প্রমুখ।

মেসেঞ্জার/জামাল/তুষার

আরো পড়ুন