ছবি : মেসেঞ্জার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী (সেনাবাহিনী-পুলিশ)। উদ্ধার হয়েছে ১ হাজার পিস ইয়াবা ও নগদ প্রায় ২০ লক্ষ টাকা। এসময় মা ছেলেকে আটক করে যৌথবাহিনী।
রবিবার (১৯ জানুয়ারি) ভোরে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীচর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। বিএনপি নেতা ও শীর্ষ মাদক ব্যবসায়ী লিয়াকত আলীকে অভিযানের সময় আটক করতে পারেনি যৌথবাহিনী। অভিযানের সময় তার স্ত্রী ও ছেলেকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য মতে, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে কুষ্টিয়া সেনা ক্যাম্পের সদস্যরা থানা পুলিশকে সাথে নিয়ে নবগঠিত মরিচা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ও মাদক ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এসময় লিয়াকত আলীর বাড়ি থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৯ লাখ ৬৭ হাজার ৫ শত টাকা উদ্ধার করে। অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী ও বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারকে না পেয়ে মাদক ব্যবসার সহযোগী তার স্ত্রী কাজল রেখা (৪৮) ও তার ছেলে আব্রাহাম লিংকন (২৫) কে আটক করে সেনা সদস্যরা।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। যদি এমন হয়ে থাকে তাহলে আমরা তাকে বহিষ্কার করবো।
এ বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা ও ১ হাজার পিস ইয়াবাসহ তার স্ত্রী এবং ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মেসেঞ্জার/তুহিন/তুষার