ঢাকা,  বৃহস্পতিবার
২৩ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কয়রায় বে সিম মিম আলিম মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৮, ১৯ জানুয়ারি ২০২৫

কয়রায় বে সিম মিম আলিম মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ছবি : মেসেঞ্জার

খুলনার কয়রায় বে সিম মিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোশারফ করিমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে অনতিবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (১৯ জানুয়ারি) সকাল দশটায় মাদ্রাসার সামনে মানববন্ধনের মাধ্যমে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজী মোমতাজ সানা, বাগালী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুর রহিম সানা, বিশিষ্ট সমাজসেবক মাহবুবুর রহমান পাড়, মো. এনামুল হক, আব্দুর রহমান সানা, মো. রোকনুজ্জাম, মো. আব্দুস সাত্তার মোড়ল, আবু বক্কর সিদ্দিক, সালমা খাতুন, রেবেকা, তহমিনা খাতুন প্রমুখ।

এসময় মানববন্ধনে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের সহযোগীতা নিয়ে নিজের পছন্দের লোককে নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ। তিনি ঠিকমতো প্রতিষ্ঠানে আসেন না, শিক্ষার্থীদের কাছ থেকে বেশি বেতন নিয়ে থাকেন সে কারণেই অনেক অভিভাবকরা এই প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েদের অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন। পরীক্ষার হলে ছেলেমেয়েদের হাতে বই দিয়ে তাদের পাস করানো হয় এতে আমাদের সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরও বলেন, এই অধ্যক্ষ প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানের অবকাঠামগত কোন উন্নয়ন হয়নি। ছেলে মেয়েরা ক্লাসে বসতে পারে না, টিন দিয়ে পানি পড়ে।

মেসেঞ্জার/কামাল/তুষার