ছবি: মেসেঞ্জার
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা এলাকায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। প্রায় চার মাস পর এই ঘটনায় তদন্ত কর্মকর্তা, চকরিয়া থানার উপ পরিদর্শক অরুপ কুমার রবিবার(১৯ জানুয়ারি) দুপুরে চার্জশিটটি চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালতে দাখিল করেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী আহসান সেজান।
আহসান সেজান আরও জানান, আদালত পর্যালোচনার পর চার্জশিট গ্রহণ করেছে এবং আসামিদের মধ্যে যারা পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আহসান সেজান বলেন, “এ ঘটনায় করা মামলার এজাহারে ১৭ জনের নাম উল্লেখ থাকলেও সংশ্লিষ্টতা না পাওয়ায় চার্জশিট থেকে বাদ দেয়া হয়েছে ৬ জনকে। নতুন করে সংযুক্ত হয়েছে ৭ জন আসামী।”
এ পর্যন্ত ১২ জনকে এ হত্যাকাণ্ডে আটক করা হয়েছে। ঘটনার পর বিগত বছরের ২৩ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে সার্জেন হারুন চাকরিয়া থানায় মামলাটি দায়ের করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ঘটনা ঘটে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির তথ্য পেয়ে সেখানে পৌঁছায়। ডাকাতরা পালানোর চেষ্টা করলে, লে. তানজিম তাদের পিছু ধাওয়া করেন। এ সময় ডাকাতরা লে. তানজিমকে আক্রমণ করে, তার ঘাড়ে ছুরিকাঘাত করে এবং রক্তক্ষরণের ফলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তানজিম জন্মগ্রহণ করেন টাঙ্গাইল জেলায়। তিনি পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। ২০২২ সালের ৮ জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম লং কোর্স সম্পন্ন করেন এবং সেনাবাহিনীর সার্ভিস কোরে কমিশন প্রাপ্ত হন।
মেসেঞ্জার/রিদুয়ান/জেআরটি