ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১৬:১১, ২০ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরতলীর আমজাদ আলী সড়কে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যােগে এই অভিযানের উদ্বোধন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিস্কার করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ হোসেন খান, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, আজ থেকে পর্যায়ক্রমে আমজাদ আলী সড়কে পৌরসভা কর্তৃক নির্মিত ড্রেন এবং ড্রেনের শেষ প্রান্তে প্রবাহমান শাখামুড়া ছড়ার (নদী) ময়লা-আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। যাতে পানির প্রবাহ না থেমে যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়। তিনি বলেন, এই ড্রেন এবং শাখামুড়া ছড়া পরিস্কার পরিচ্ছন্ন রাখতে একটি প্রকল্প হাতে নেয়া হচ্ছে।

মেসেঞ্জার/তুষার