ছবি : মেসেঞ্জার
অবশেষে জীবনের লক্ষ্য পূরণ হলো নাফিসা তাহসিন অহনার। লেখাপড়া জীবনের প্রধান লক্ষ্য ছিল একজন চিকিৎসক হওয়ার। সেই সাধনায় পড়াশোনা করেছেন মনপ্রাণ দিয়ে। ১৯ জানুয়ারি মেডিকেল কলেজের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে তার লক্ষ্য পূরণ হতে চলেছে। নাফিসা তাহসিন অহনা বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিত্তরদাহ গ্রামের নুরুল হুদা মিন্টু ও সাবিনা আক্তারের কন্যা। নুরুল হুদা মিন্টু ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক এবং সাবিনা আক্তার শিত্তরদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নাফিসা তাহসিন অহনা শিত্তরদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, ঝিকরগাছা পাইলট গার্লস স্কুল থেকে জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি, একই স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ এবং যশোর সরকারি এমএম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে লেখাপড়ায় কৃতিত্ব অর্জন করেছে।
নাফিসা তাহসিন অহনা এ প্রতিনিধিকে জানায়, ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল একজন চিকিৎসক হওয়ার। আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমি সেই পথে যাত্রা শুরু করেছি। আমি চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই। যারা একেবারে গরীব, ছিন্নমূল মানুষ তাদের চিকিৎসা সেবা করতে চাই। এ অর্জনের জন্য আমার বাবা-মা, শিক্ষকমন্ডলীর কাছে কৃতজ্ঞ। আমি সকলের কাছে দোয়া চাই।
মেসেঞ্জার/তুষার