ছবি : মেসেঞ্জার
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে অবৈধভাবে পাচারকালে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জাহাঙ্গীর আলম (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মো. জাহাঙ্গীর আলম কদমতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আমতলী পাড়ার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি আরোও জানান, সোমবার (২০ জানুয়ারি) ৯টা ৫০মিনিটে থানার এসআই টিটু চন্দ্র দাস অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর ফেরীঘাট নামক স্থানে সেজান কুলিং কর্ণার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আসামী মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
পুলিশ জানান আটককৃত মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে সোমবার তাঁকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মেসেঞ্জার/উচ্চপ্রু/তুষার