ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফরিদপুরে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:২৩, ২০ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার ৫ দিন পার হলেও হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্দ শিক্ষার্থী ও শিক্ষকরা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আগামী দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে জনতা ব্যাংকের মোড় ও হাসিবুল হাসান লাবলু মিয়া সড়ক অবরোধ করে সড়কে বসে পরে শিক্ষার্থীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

এসময় বক্তারা জানান, ঘটনার ৫দিন পার হলেও পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে মোটরসাইকেল নিয়ে দুই যুবক অধ্যক্ষর উপর হামলা চালায়। শিক্ষক সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছে। আগামী দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

পরে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ ও কর্মসূচী তুলে নেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

মেসেঞ্জার/নাজিম/তুষার