ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

দ্রুত বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই : যুক্তরাষ্ট্রে সোলায়মান সেরনিয়াবাদ

বরিশাল ব্যুরো

প্রকাশিত: ১৭:৪২, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৪৩, ২০ জানুয়ারি ২০২৫

দ্রুত বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই : যুক্তরাষ্ট্রে সোলায়মান সেরনিয়াবাদ

ছবি : মেসেঞ্জার

যুক্তরাষ্ট্র নিউজার্সি স্টেট শাখার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান সেরনিয়াবাদ বলেছেন, বিগত সরকারের ১৭ বছরের যে স্বৈরাচার, গুম, খুন ও নির্যাতনের ঘটনাগুলোর এখন পর্যন্ত কোন দৃশ্যমান বিচার হয়নি। এখনও পুলিশের মধ্যে ছাত্রলীদের কর্মীরা রয়েছে। তাই আমরা দ্রুত নির্বাচন চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিঘ্র দেশে আসবেন। এবং তার নেতৃত্বে বাংলাদেশে একটি সুন্দর সু-শৃঙ্খল রাজনৈতিক প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের হাতেই ভবিষ্যত বাংলাদেশ নিরাপদ থাকবে।

তিনি আরো বলেন, এখন বর্তমানে বাংলাদেশ যে ভাবে চলছে এই বর্তমান সরকারে অধীনে এটা আমরা কেউ সন্তষ্ট নয়। কারণ তারা কোন বিচার ব্যবস্থার উন্নতি করছে না। পুলিশ প্রশাসন এখনও আগের মত কাজ করছে। যেটা আমাদের নাগরিকদের জন্য অগ্রহণযোগ্য। তাই আমরা দ্রুত বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। শুধু বিএনপি নয় অন্যান্য দলগুলো তারাও এখন দ্রুত নির্বাচন চায়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বরিশালের বাকেরগঞ্জের উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন-অর-রশিদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদ হাসান, বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

মেসেঞ্জার/সাইদ/তুষার