ক্যাপশন : রাজশাহী শহরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছেন তথ্য সংগ্রহকারীরা -টিডিএম।
রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তাঁর আগে-এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছেন তারা।
সোমবার সকালে রাজশাহী শহরের সাগরপাড়া, টিকাপাড়া এলাকায় নতুন ভোটার অন্তর্ভুক্তি, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের তথ্য সংগ্রহ এবং মৃতদের নাম বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা যায় রাজশাহীর বিবি হিন্দু একাডেমির শিক্ষকদের।
তথ্য সংগ্রহকারী ও সহকারী শিক্ষক স্বপন কুমার মন্ডল বলেন, ‘সকাল ৮টা থেকেই ভোটার হালনাগাদের কাজ শুরু করেছি। আগামী ১৫ দিনের যে সময় দেওয়া আছে এর মধ্যে আশা করা যায় আমরা কাজ শেষ করব।’
সংশ্লিষ্টরা জানান, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তথ্য সংগ্রহের কাজ। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা। আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
মেসেঞ্জার/আনিসুজ্জামান/তুষার