ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ফেসবুকে নিখোঁজ সংবাদ তদন্তকালে মিললো ইজিবাইক চালকের লাশ

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:১৬, ২০ জানুয়ারি ২০২৫

ফেসবুকে নিখোঁজ সংবাদ তদন্তকালে মিললো ইজিবাইক চালকের লাশ

ছবি : মেসেঞ্জার

যশোরের চৌগাছায় নিখোঁজের দুই দিন পর সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে পিবিআই ও চৌগাছা থানার পুলিশ ভৈরব নদের কচুরিপানার নিচ থেকে তার লাশটি উদ্ধার করে। নিহত রকি (২২) চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

পিবিআই জানায়, ফেসবুকে নিখোঁজ সংবাদ অনুসন্ধানকালে তার লাশের সন্ধান মেলে। এর আগে তার তিন বন্ধুকে আটহ করা হয়।

নিহতের চাচা আজিজুর রহমান জানিয়েছেন, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় রকি ইজিবাইক নিয়ে চৌগাছা শহরে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলো। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করা হয়। পরে পিবিআই যশোর তদন্ত শুরু করলে সন্দেহভাজন তিন বন্ধুকে আটক করে।

পুলিশ জানায়, তারা রকিকে গাঁজা সেবনের কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে গাঁজা সেবনের পর লাড্ডু খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে তারা রশি গলায় পেঁচিয়ে রকিকে হত্যা করে লাশ ভৈরব নদের কচুরিপানার নিচে লুকিয়ে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ১৮ জানুয়ারি এক ফেসবুক পোস্টে রকির নিখোঁজের বিষয়টি জানতে পারি। এরপর তদন্ত কার্যক্রম শুরু করা হয়। তদন্তকালে রকির তিন বন্ধুকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। তারা হলেন, সোহানুর রহমান (২০), সজল ইসলাম (১৮) ও সুজন হোসেন (২১)। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রকির লাশ উদ্ধার করা হয়।

এছাড়া যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে নিহতের ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার হয়। হত্যার ঘটনায় রোববার চৌগাছা থানায় মামলা হয়েছে।

মেসেঞ্জার/তুষার