ছবি : মেসেঞ্জার
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিখোঁজের চার দিন পর সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সোনাপুর শামার পোলের গোড়া সংলগ্ন চিতৌশী খাল থেকে মোরশেদ আলম (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোরশেদ আলম পৌরসভার ৪নং ওয়ার্ড কলচমা মান্দারি বাড়ির মৃত জবুলাক মিয়ার বড় ছেলে।
সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে তিনি যথারীতি বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে খোঁজ নিয়ে না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করেন। সোমবার সকাল ১০টার দিকে স্বজনরা বাড়ির পাশে শামার পোলের গোড়া সংলগ্ন সড়কের পাশে ব্যবহৃত মোবাইল ফোনটি দেখতে পেয়ে পানিতে তল্লাশি করে ঝোপের আড়ালে নিখোঁজ মোরশেদ আলমের লাশ দেখতে পান। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার পরিদর্শন করেন।
নিহত মোরশেদ আলমের ছোট ভাই জহির মিয়া জানান, বৃহস্পতিবার তিনি স্বাভাবিকভাবে বাসা থেকে বের হন। পরে তিনি বাড়িতে না আসায় বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। উনার সাথে কারো কোন সমস্যা হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পানিয়ালা চিতৌশি খালে শামার পোলের গোড়ার কাছে (৬৫) বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
মেসেঞ্জার/জাকির/তুষার