ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সোনাইমুড়ী বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি গঠনে সংবাদ সম্মেলন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ২০ জানুয়ারি ২০২৫

সোনাইমুড়ী বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি গঠনে সংবাদ সম্মেলন

ছবি : মেসেঞ্জার

ঐতিহ্যবাহী সোনাইমুড়ী বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮ টায় সোনাইমুড়ী বাজারের সাধারণ ব্যবসায়ীরা সোনাইমুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বণিক সমিতির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, ডা. শামসুল আরেফিন জাফর, ফখরুল আলম, আলমগীর হোসেন সিম্পু, জাকির হোসেন বাবুল, ইসমাইল হোসেন মোল্লা, মারুফুর রহমান, বেলাল হোছাইন ভূঁইয়া, আল আমিন, ডা. মমিন উল্লাহ চৌধুরী, মোস্তাফা মিঠুন, ফজলুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, আলী হোসেন, সাহাব উদ্দিন, কালা মিয়া, সদস্য সচিব মো. শফিকুর রহমান, যুগ্ম সদস্য সচিব সোহেল ভূঁইয়া ও আনিসুর রহমানসহ ২০ জনকে সদস্য হিসেবে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব সোহেল ভূঁইয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম, নবগঠিত কমিটির আহবায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পু, জাকির হোসেন বাবুল, বেলাল হোছাইন ভূঁইয়া।

এ সময় বক্তারা বলেন, আহবায়ক কমিটি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে বাজারের প্রকৃত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। যেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কমিটি গঠন করবে। উক্ত কমিটি স্বচ্ছতার সাথে বাজার বণিক সমিতি পরিচালনা করবেন।

মেসেঞ্জার/ইয়াকুব/তুষার