ছবি : মেসেঞ্জার
বান্দরবানের আলীকদমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আওতায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি পুর্নবাসন সহায়তায় খাত হতে রবি মৌসুমে বোরো ধানের (ব্রি ধান-৯২) সমলয় সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২ ঘটিকার সময় আলীকদম উপজেলার ৩নং নয়পাড়া ইউনিয়নের ওয়াইহ্লা কারবারী পাড়া গ্রামের মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মুমিন এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এমএম শাহ্ নেয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিমিট বাংলাদেশ কোম্পানির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মাশুক আহমেদ, ইউপি সদস্য বশির আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ কর্মকর্তা ও স্থানীয় উপকার ভোগী লোকজন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় নয়াপাড়া ইউনিয়নে ৫০ জন কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হবে। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রচলিত রীতিতে বীজতলা তৈরি না করে জমি ও সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ। স্বল্প জমিতে প্লাস্টিকের ফ্রেম বা ট্রে-তে লাগানো যায় ধানের বীজ। ২০ থেকে ২৫ দিনের মধ্যে চারা হয়। রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করলে সময় কম লাগবে। এতে উৎপাদন খরচ ও শ্রমিক সংকট দূর হবেঅ এতে কৃষকরা আরও বেশী লাভবান হবেন।
মেসেঞ্জার/সুশান্ত/তুষার