ছবি : মেসেঞ্জার
ভোলার মনপুরায় বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। এদের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থক ৫ জন ও ভোলা-৪ আসনের সাবেক সাংসদ নাজিম উদ্দীন আলমের ১০ জন সমর্থক আহত হয়।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, আলম সমর্থিত ইয়াসিন (৭০) ও তার ছেলে মামুন, মাকসুদ, সাগর, শামীম, হেলাল, আলাউদ্দিন, রাকিব, নুরু, মাইনুদ্দিন। এবং নুরুল ইসলাম নয়ন সমর্থিত সুজন, রাসেল, সালাউদ্দিন, সাদ্দাম, হাসেম। আহত সবাই উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, গত ১৩ জানুয়ারি একটি বালুর জাহাজের চুরি হওয়া নোঙর বিক্রি ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে মারামারি হয়। এতে দুই গ্রুপের ৪ জন আহত হয়। পরবর্তীতে বিএনপি'র দুই গ্রুপের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বিষয়টি সমাধানের দিন ধার্য করে। সালিশ ধার্যকৃত দিনে নৌ পরিবহণ উপদেষ্টা মনপুরায় আগমন করায় কোন সমাধান সম্ভব হয়নি। সেই পুরোনো মারামারির ঘটনার পুনরাবৃত্তি করে কথা কাটাকাটির একপর্যায়ের দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এসময় নাজিম উদ্দিন আলমের সমর্থক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সমর্থকদের মাঝে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. কবির সোহেল জানান, মারামারির ঘটনায় আহতদের মধ্যে ৫ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং আংশিক আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, সংঘর্ষের খবর শুনে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।