ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

পটিয়ায় জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে যুবদলের দোয়া মাহফিল

পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৫৬, ২০ জানুয়ারি ২০২৫

আপডেট: ২১:০৮, ২০ জানুয়ারি ২০২৫

পটিয়ায় জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে যুবদলের দোয়া মাহফিল

ছবির ক্যাপশন : পটিয়ায় যুবদল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর সভায় বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম     - টিডিএম।

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সংগঠনের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, দোয়া মাহফিল পরিচালনা করেন পৌরসভা ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মুরাদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ইসমাইল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আবদুল করিম মেম্বার, কাজী আরিফ, শহিদুল আনোয়ার লিটন, গাজী দুলাল, মুহাম্মদ সোলায়মান, শহীদুল ইসলাম, আরিফুর রহমান তারেক, জিয়াউর রহমান জিয়া, ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাছির হাজারী প্রমুখ।

এতে প্রধান অতিথি পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। দেশ পুনর্গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

মেসেঞ্জার/রানা/তুষার