ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

মেডিকেল ভর্তি যুদ্ধে জয়ী একই পরিবারের দুই ভাই

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২০ জানুয়ারি ২০২৫

মেডিকেল ভর্তি যুদ্ধে জয়ী একই পরিবারের দুই ভাই

ছবি : মেসেঞ্জার

একসাথে শৈশবে বেড়ে ওঠা। উচ্চ মাধ্যমিক শেষে একই ছাত্রাবাসে থেকে মেডিকেল কলেজের ভর্তি প্রস্তুতি। অবশেষে কঠোর অধ্যবসায়  ও পরিশ্রমের ফসল হিসেবে মেধা যুদ্ধে জয়ী একই পরিবারের দুই ভাই। কৃতি এই দুই শিক্ষার্থী হলেন মুমতাহিম মাহবুব রুহান ও নাইমুর রাকিব রিফাত। সম্পর্কে তারা মামাতো‌ ও ফুফাতো ভাই।

মুমতাহিম মাহবুব রুহানের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া গ্রামে। সে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তার বাবা মাহবুব মোর্শেদ একজন ব্যাংক কর্মকর্তা ও মা মাহফুজা সুলতানা একজন গৃহিণী।

অন্যদিকে, গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র নাঈমুর রাকিব রিফাতের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে। তার বাবার নাম গুলবদন সরকার ও মা নাজনীন নাহার। রিফাতের বাবা-মা উভয়ই পেশায় শিক্ষক।

এদিকে কৃতি এই দুই ভাইয়ের সাফল্যে আনন্দে ভাসছে তাদের পরিবার ও এলাকাবাসী। ধুতিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী মোশাররফ বলেন, রুহান ও রিফাত আমার ভাতিজা ও ভাগ্নে, তাদের এই সাফল্যে আমরা গর্বিত। আশা করছি তারা পড়াশোনা শেষে একজন মানবিক চিকিৎসক হয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করবেন।

মেসেঞ্জার/সিয়াম/তুষার