ঢাকা,  সোমবার
২০ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ২০ জানুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ছবি : মেসেঞ্জার

লক্ষ্মীপুরে যুবদল নেতা জাকির হোসেনের (৩৫) ওপর হামলার ঘটনার জড়িত থাকার অভিযোগে সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক আরিফ মাহমুদ কাজল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

এডভোকেট মহসিন কবির স্বপন জানান, সদর পূর্ব স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক পদ থেকে আনোয়ার হোসেনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়।

এদিক এঘটনায় সোমবার রাতে ১১ জনের নাম উল্লেখ এবং ১৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত জাকির হোসেনের শ্বশুর হাজী হোসেন আহমদ বাদী হয়ে এই মামলা করেন। মামলায় স্বেছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনকে প্রধান করে বেশ কয়েকজন নেতাকর্মীকে আসামি করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ জানান, এই মামলায় এখন পর্যন্ত ইয়াছিন হোসেন মিঠু, রাশেদ হোসেন ও ইছমাইল হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলে আসছে। গত শনিবার রাত ১০টার দিকে মিরিকপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে  বাড়ির দিকে যাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় বাজারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন জাকির হোসেনের পথরোধ করে। এক পর্যায়ে জাকির হোসেনকে কুপিয়ে আহত করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেসেঞ্জার/শিবলু/তুষার