ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

চকরিয়ায় অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ, কাটা হচ্ছে পাহাড় 

চকরিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৪, ২১ জানুয়ারি ২০২৫

চকরিয়ায় অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ, কাটা হচ্ছে পাহাড় 

ছবি: মেসেঞ্জার

চকরিয়া উপজেলার মানিকপুর-হারবাং ইউনিয়ন, লামা উপজেলার ফাইতং এলাকায় মানছে না ইট তৈরি ও ভাটা স্থাপনা আইন । আবাসিক, কৃষি জমি ও পরিবেশ সংকটাপন্ন এলাকায় স্থাপন করা হয়েছে অনেক ইটভাটা। সরেজমিনে দেখা যায়, ইটভাটার চারপাশে শত শত মণ কাঠ সাজানো। গাড়িতে করে গাছ কেটে এনে কাঠ পরিমাপ করা হচ্ছে প্রকাশ্যে ভাটার সামনে। ইটভাটায় কয়লার পরিবর্তে গাছের গুড়ি পোড়ানো হচ্ছে।

আর এসব ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে মূল্যবান বনজ ও ফলদ গাছ । ভাটার ধূলা,কালো ধোঁয়া ও আগুনের তাপে ধ্বংস হচ্ছে পার্শ্ববর্তী এলাকার সবুজ মাঠ, বনজ সম্পদ ও ফলদ গাছ। পাহাড় কেটে তৈরি করছে ইট , ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে পাহাড়ি এলাকা।

স্থানীয়সূত্রে জানাযায়, ইটভাটায় প্রতিদিন শত শত মণ কাঠ কিনে প্রকাশ্যেই পোড়ানো হচ্ছে। উজাড় হচ্ছে এলাকার গাছপালা। পরিবেশ হচ্ছে বিপন্ন। কেউ দেখছে না। প্রশাসন রয়েছে নীরব। প্রশাসনের কেউ কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না। কোনো প্রকার অনুমোদন ও নিয়মনীতির ধার ধারছেন না ভাটা মালিক । অবৈধভাবে চকরিয়াতে অন্তত ১২টি ইটভাটা চালু করেছে।

কিছুদিন পূর্বে এসব পরিবেশ বিরোধী ইটভাটার বিরুদ্ধে চকরিয়াতে বিভিন্ন সামাজিক ও পরিবশবাদি সংগঠন মানববন্ধন করেছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার উপ-পরিচালক জমির উদ্দিন বলেন, ইটভাটা গুলোর একটারও অনুমোদন নাই । অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেবো।

মেসেঞ্জার/রিদুয়ান/জেআরটি