ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৭, ২১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩৮, ২১ জানুয়ারি ২০২৫

ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে একটি গাড়ি তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে বরগুনার বেতাগীর দক্ষিণ ভোলানাথপুর গ্রামের আসিফ মল্লিকের স্ত্রী সামিরা শীতল তুবা (১৯) এবং বাগেরহাটের কচুয়ার সোহাগ মিয়ার স্ত্রী মারিয়া (২১)।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল মুনসুরাবাদ এলাকায় সন্দেহজনক গাড়িটি তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে তাদেরকে আইনগত প্রক্রিয়া শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মেসেঞ্জার/নাজিম/তুষার

আরো পড়ুন