ছবি : মেসেঞ্জার
দীর্ঘ দেড়যুগ পর নোয়াখালীর সেনবাগে খোলা মাঠে নতুন সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে ডমুরুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু বক্করের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা সায়েদ আহম্মেদ।
ডমুরুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন করিম, সহকারী সেক্রেটারী মাওলানা মোহাম্মদ হানিফ, প্রবাসী সংগঠনের আবদুল হাই, ডমুরুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি মাওলানা আবু বক্কর এম এ, কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবু সাকের মিয়াজী, ডমুরুয়া ইউনিয়ন শ্রমীক কল্যাণের সভাপতি মাওলানা জাফর আহম্মেদ, ইউনিয়ন জামায়াতে টিম সদস্য মাওলানা আবুল বাসার, মাওলানা জসিম উদ্দিন, সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, ছাত্র শিবির উত্তর সভাপতি আবু ছালে জিহাদী।
এর পরে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইয়াছিন করিম ডমুরুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন সেশনের জন্য মাওলানা আবু বক্করকে আমীর হিসেবে নাম ঘোষণা করেন। এরপর ইউনিয়ন আমীর মাওলানা আবু বক্কর নতুন সেশনের জন্য সেক্রেটারী হিসেবে মাওলানা আবদুল হালিমের নাম ঘোষণা করেন। সেক্রেটারী হিসেবে মাওলানা আবদুল হালিম নতুন সেশনের জন্য বারটি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারীসহ দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।
মেসেঞ্জার/তুষার