ঢাকা,  মঙ্গলবার
২১ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

টাঙ্গাইলের মধুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৬, ২১ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলের মধুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

টাঙ্গাইলের মধুপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় এক প্রেসবিজ্ঞপ্তি রমাধ্যমে জানায়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামে এমপি বাড়ী জামে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনায় মধুপুর থানায় মামলা হয়। পুলিশ উক্ত চুরির মামলার ঘটনাটি তদন্তে নামে। পুলিশের একটি দল গত ১৯ জানুয়ারি রাতে মধুপুর উপজেলার মাগুন্তিনগর এলাকায় অভিযান চালায়।

এ সময় মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানাকে (৩২) গ্রেপ্তার করে। আসামী আনোয়ার হোসেন রানাকে জিজ্ঞাসাবাদে ও তার দেয়া তথ্যে ২০ জানুয়ারি রাতে জামালপুর জেলার সরিষাবাড়ী রেললাইন এলাকা হতে বাদশা শেখের ছেলে মোনারুল হাসান মজনু (২৮), হেলাল খানের ছেলে ইলিয়াছ হোসেন (২৬), আইনউদ্দিন মন্ডলের ছেলে হারুন অর রশিদ (৪৫), শাহজাহানের ছেলে হারেজ আলীকে (৪৩) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত এই চারজনের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নান্দিনারচর, চরছনপোচা, জামালপুর জেলার সদর উপজেলার ছোনটিয়া গ্রামের বাসিন্দা।

এসব আসামীদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ছিনতাই ও চুরির ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করেছে।

আসামীদের মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

মেসেঞ্জার/মোস্তফা/তুষার

আরো পড়ুন