ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বেনাপোল সানরাইজ স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৪, ২১ জানুয়ারি ২০২৫

বেনাপোল সানরাইজ স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : মেসেঞ্জার

যশোরের বেনাপোলের স্বনামধন্য ও সর্ববৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেনাপোলের দিঘীরপাড়ে অবস্থিত সানরাইজ পাবলিক স্কুলের সাংস্কৃতিক পরিষদের আয়োজনে স্কুল প্রাঙ্গণে এ চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকল শিক্ষার্থীদের পাঁচটি বিভাগে ভাগ করে এ চিত্র অংকন প্রতিযোগিতা শুরু হয়।

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসা শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরা আনন্দ প্রকাশ করে জানান, বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি এমন আয়োজন সন্তানদের মেধা বিকাশ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করার জন্য তারা শিক্ষকদের ধন্যবাদও জানান।

এ বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইমামুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক পরিষদ প্রতি বছরেই চিত্র অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি আবৃতি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে থাকেন। এতে করে শিক্ষার্থীদের নানা রকম প্রতিভার বিকাশ ঘটে।

মেসেঞ্জার/জামাল/তুষার