ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বাগাতিপাড়ায় কিশোরীদের র‌্যালী ও আলোচনা সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ২১ জানুয়ারি ২০২৫

বাগাতিপাড়ায় কিশোরীদের র‌্যালী ও আলোচনা সভা

ছবি : মেসেঞ্জার

স্কুলে স্বাস্থ্যসম্মত কিশোরী বান্ধব পয়ঃ নিস্কাশন ব্যবস্থার দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে কিশোর, কিশোরী ও উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে এক র‌্যালি বের হয়ে মালঞ্চি বাজার প্রদক্ষিণ করে পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে ওই স্থানেই ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কিশোরী কন্যা আহসিনা ইসলাম মিথিলা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, ভূমিহীন আঞ্চলিক কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন, বাগাতিপাড়া মডেল থানার এসআই কামরুজ্জামান ও ‘নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভা শেষে ভারপ্রাপ্ত ইউএনও সুরাইয়া মমতাজ’র হাতে স্মারকলিপি প্রদান করে কিশোরীরা।

মেসেঞ্জার/খাদেমুল/তুষার