ঢাকা,  মঙ্গলবার
০১ এপ্রিল ২০২৫

The Daily Messenger

চাটমোহরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ২১ জানুয়ারি ২০২৫

চাটমোহরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং

ছবি : মেসেঞ্জার

প্রান্তিক এলাকার অসহায়, দুস্থদের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে পাবনার চাটমোহরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ’ চাটমোহর উপজেলা শাখা মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা গ্রামে এই আয়োজন করে। সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার ১ হাজারেও বেশি নারী-পুরুষ ও শিশুরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা. আলমগীর হোসেন ও ডা. সুমাইয়া আক্তান সিন্থি। এ সময় উপস্থিত ছিলেন, উৎসর্গ ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন, ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক তানিম খন্দকার, স্বেচ্ছাসেবী উজ্জ্বল হোসেন প্রমুখ।

মেসেঞ্জার/পবিত্র/তুষার