ছবি : মেসেঞ্জার
কুড়িগ্রামের ভারত সীমান্ত ঘেঁষা উপজেলা ফুলবাড়ীতে মাঘের তীব্র ঠান্ডা বিরাজ করছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোর থেকে ঘন কুয়াশায় ঠান্ডার তীব্রতা বেড়ে যায়।
তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। কাহিল হয়ে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধরা। এদের মাঝে দেখা দিয়েছে ঠান্ডা জনিত জ্বর, সর্দী ও কাশির প্রাদুর্ভাব। গবাদীপশু গরু ছাগল নিয়ে বিপাকে পড়েছে কৃষক। দিনমজুর শ্রেণির মানুষেরা ঠান্ডার তীব্রতার কারণে মাঠে কাজে যেতে পারছে না।
উপজেলাটি ভারতের সীমান্ত ঘেঁষা ফুলবাড়ী হওয়ায় হিমালয়ের ঠান্ডার পরশ ও হিম বাতাসে এখানে ঠান্ডার তীব্রতা বাড়ায়। এখানে বিকেল হলেই ঘনকুয়াশার সাথে ঠান্ডার তীব্রতা বাড়ে। এখানকার গ্রামাঞ্চলের মানুষরা ঠান্ডার তীব্রতা থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছেন।
এ ব্যাপারে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মককর্তা সুবল চন্দ্র সরকার জানান, মঙ্গলবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখানে ঘনকুয়াশায় ঠান্ডা কাতর পরিবেশ বিরাজ করছে।
মেসেঞ্জার/তুষার