ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

১৪ হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক (সাভার)

প্রকাশিত: ১৮:২৮, ২১ জানুয়ারি ২০২৫

১৪ হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রকাশ্যে গুলি চালানো ১৪ হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার কাকাবো মহল্লার মৃত আতাউল্লাহ মাদবরের ছেলে। সে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। একই সঙ্গে সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন সুজন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ওসি মো. জুয়েল মিয়া বলেন, রাত ১০টার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টুরোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে। গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ১৪টি মামলা রয়েছে। এছাড়াও আরো দুটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার ওপর সাভারের রাজপথে গুলি চালানোর একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে সাইদুর রহমান সুজনের হাতে থাকা বন্দুক দিয়ে গুলি করতে দেখা যায়।

মেসেঞ্জার/নোমান/তুষার