ছবি : মেসেঞ্জার
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বগুড়া জেলার শেরপুর উপজেলার শাহাবন্দেগী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মজিদ (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার সাউদিয়া পার্কের গেট থেকে তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মজিদ উপজেলার গরেরবাড়ী এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করে জানান, থানার মামলা নং-০২, তারিখ-০২/১১/২০২৪ খ্রিঃ জিআর নং-৩০৮/২০২৪ এজাহার নামীয় গ্রেপ্তারকৃত আসামী মো. আব্দুল মজিদ। সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের শাহবন্দেগী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত মজিদকে আদালতে পাঠানো হবে।
মেসেঞ্জার/আলমগীর/তুষার