ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ারের আয়োজনে কৃষকদের সাথে মতবিনিময়

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ২০:১৯, ২১ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে এসিউর এগ্রি কেয়ারের আয়োজনে কৃষকদের সাথে মতবিনিময়

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গলের শাহজিবাজারে এসিউর এগ্রি কেয়ার এর আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে আদর্শ চাষী মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের শাহজিবাজার কুলচন্দ্র প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিউর এগ্রি কেয়ার এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী ও বিশিষ্ট নারী উদ্যােক্তা এবং শ্রীমঙ্গলের মেয়ে কাজী আয়েশা মণি।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক মো. ফয়েজউল্ল্যা, মো. কবির মিয়া, আলেখ মিয়া, ফুরুক মিয়া, আরজত আলী, হাবিবুর রহমান, খালিক মিয়া প্রমুখ।

চাষী মিটিংয়ে ধানসহ বিভিন্ন ফসলের উৎপাদন পদ্ধতি, রোগবালাই দমন, পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা ও নিরাপদ ফসল উৎপাদন বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে পোকামাকড়ের ও রোগবালাই নিয়ন্ত্রণে এসিউর এগ্রি কেয়ার এর বিভিন্ন প্রডাক্ট ও এসব প্রডাক্টের ব্যবহার সম্পর্কে উপস্থিত কৃষকদের বিশদভাবে অবহিত করা হয়।

সভায় জানানো হয়, এসিউর এগ্রি কেয়ারের শ্রীমঙ্গল ডাক বাংলো পুকুর পাড় শাখা অফিসে সার্বক্ষণিক কৃষি বিষয়ক সব ধরনের পরামর্শ প্রদান করা হয়। সভায় কৃষক ভাইদেরকে এই সেবা গ্রহণ করার জন্য আহবান জানানো হয়।

এসিউর এগ্রি কেয়ারের চেয়াম্যান লন্ডন প্রবাসী কাজী আয়েশ মণি বলেন, তিনি শ্রীমঙ্গলে কাজী এন্ড আজাদ এগ্রোফার্ম নামে একটি ফার্ম গড়ে তুলেছেন।

তিনি বলেন, আমি লন্ডনে থাকি। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমি এই ফার্মটি গড়ে তুলেছি। এখানে বিষমুক্ত ফলমূল সবজি উৎপাদন হচ্ছে। রয়েছে মুরগীর ফার্ম, উৎপাদন হচ্ছে ডিম, মাছ ও দুধ। তরতাজা এসব পণ্য এলাকার প্রয়োজনীয় চাহিদা মেটাচ্ছে।

তিনি বলেন, ফসলের উৎপাদন বাড়াতে এবং নিরাপদ শস্য উৎপাদনে আমি এসিউর এগ্রি কেয়ার গড়ে তুলেছি। আমি বিগত দিনে কাজী এন্ড আজাদ এগ্রোফার্ম গড়ে তুলতে গিয়ে নানা প্রতিকূল অবস্থায় পড়েছি। সেসব সমস্যা যাতে অন্য কৃষকদের পোহাতে না হয় সেজন্য আমি এ উদ্যোগ নিয়েছি। এসব বিবেচনা করে আমার গড়ে তোলা এসিউর এগ্রি কেয়ার প্রডাক্ট আপনাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন