ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কলাউজানে ফরায়েজি ফাউন্ডেশনের ৫ দিনব্যাপী সীরত মাহফিল শুরু ৩ ফেব্রুয়ারি

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম)

প্রকাশিত: ২১:১২, ২১ জানুয়ারি ২০২৫

কলাউজানে ফরায়েজি ফাউন্ডেশনের ৫ দিনব্যাপী সীরত মাহফিল শুরু ৩ ফেব্রুয়ারি

ছবি : মেসেঞ্জার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে ৩৮তম ৫ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী সা. মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে কলাউজান ফরায়েজি সীরত ময়দান সংলগ্ন এলাহি মোহাম্মদিয়া সা. সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় জানানো হয়, আলহাজ্ব হযরত শাহ মাওলানা ফতেহ আলী ফরায়েজি রহ. কর্তৃক আয়োজিত ৫ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদ ও সীরতুন্নবী সা. মাহফিল আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি রাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এতে প্রতিদিন নির্দিষ্ট বিষয়ের উপর ওলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন।

আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  মাওলানা মঈনুদ্দিন ভুট্টো, মাওলানা শাহাদাত হোসেন, ডাক্তার হায়াত মাহমুদ মেম্বার,রাজনীতিবীদ ও ব্যবসায়ী নুর হোছাইন, মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, মোক্তার আহমদ, মোহাম্মদ বাবুল, মাস্টার আনিসুর রহমান, আইয়ুব আলি, প্রবাসী জাফর, প্রবাসী জসিম উদ্দিন, প্রবাসী হারুন, প্রবাসী নুরুল আমিন, ডাক্তার আবদুস সালাম, লোহাগাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, কায়েদে আজম এবং এরশাদ হোসাইন সিরাজি।

মতবিনিময় সভা শেষে দোআ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মঈনুদ্দিন ভুট্টো।

মেসেঞ্জার/তুষার

আরো পড়ুন