ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

কুয়াশার চাদরে ঢেকেছে কুড়িগ্রাম, দুর্ঘটনার শঙ্কা

মেসেঞ্জার অনলাইন

প্রকাশিত: ১২:৫৩, ২২ জানুয়ারি ২০২৫

কুয়াশার চাদরে ঢেকেছে কুড়িগ্রাম, দুর্ঘটনার শঙ্কা

ছবি: সংগৃহীত

ভোর থেকে বৃষ্টির মতো ঝরা কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সড়কে পরিবহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীত ও কুয়াশার কারণে তারা কাজ পাচ্ছেন না।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের তথ্য মতে, জেলায় বুধবার (২২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার ঘনত্ব অনেক বেশি বলে জানিয়েছেন অফিসটি।

কুড়িগ্রাম সদরের যাত্রপুর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার কৃষক রহিম উদ্দিন জানান, মাঘ মাসে ঠাণ্ডা বেশি হয়। এ সময় মাঠে-ঘাটে কাজ করতে খুব কষ্ট। আজ যা কুয়াশা পড়ছে, কিছু দেখা যায় না। এমন পরিস্থিতি থাকলে আমাদের ভোগান্তি আরও বাড়বে।

কুড়িগ্রাম শহরের বাসচালক মকবুল হোসেন (৩৫) বলেন, ‘গাড়ির হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।  কুয়াশায় সড়কে বের হতে ভয় লাগে, না জানি কখন দুর্ঘটনা ঘটে। কি করব গাড়ি বের না করলে তো পেটে ভাত জুটবে না।’

কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিস কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, ‘আজ বুধবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আরও কমার সম্ভাবনা রয়েছে।

মেসেঞ্জার/জেআরটি