ছবি : মেসেঞ্জার
যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় ভাটায় মাটিবহনকারী ট্রাক্টরে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় দুজন নিহত ও একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী আহত হয়েছে। আহতকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি দূঘটনা ভাটায় মাটি বহনকারী ট্রাক্টরের সাথে ঘটেছে।
জানা যায়, বুধবার সকালে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা রায় (১৩) কে স্কুল গেটে নামিয়ে দিচ্ছিল তার ফুফাতো ভাই প্রান্ত রায়(১৯)।
এসময় সামনে থেকে একটি মাটিবহনকারী ট্রাক্টর তাকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় প্রান্ত রায় এবং মারাত্নক আহত হয় সুস্মিতা রায়। তার চারটি দাঁত ভেঙ্গে গেছে এবং শরীরের কয়েক জায়গায় কেটে গেছে। সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। ট্রাক্টর ড্রাইভার ইমামুল হোসেন পালালেও তার পরিচয় পাওয়া গেছে।
তার বাড়ি বাঁকড়ার পার্শ্চবর্তী মণিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামে। নিহত প্রান্ত রায় হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের সুধাংশ রায়ের ছেলে। সে জুয়েলারী দোকানে কাজ করতো এবং আহত সুস্মিতা রায় একই গ্রামের সুকান্ত রায়ের কন্যা।
এদিকে বাঁকড়া ইউনিয়নের দরগাডাঙ্গা-মাটশিয়া সড়কে মাটিবহনকারী ট্রাক্টরের ধাক্কায় হামিদুর রহমান (৬৫) নামের এক হাওয়াই মিঠাই ফেরীওয়ালা নিহত হয়েছে। সে কলারোয়া উপজেলারখোরদো পাকুরিয়া গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে।
দুটি নিহতের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভাটায় মাটিবহনকারী ট্রাক্টরগুলো গ্রামের রাস্তায় অপ্রতিরোধ্য হয়ে গেছে। কোনভাবেই কেউ তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না কেউ। প্রশাসনের সামনে দিয়ে দিনরাত সড়কে চলাচল করলেও এদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা গ্রহণ করে না। বরং এদের নিকট থেকে সরকারি রাজনৈতিক দল ও প্রশাসনের উৎকোচ নেয়ার অভিযোগ রয়েছে।
মেসেঞ্জার/আলমগীর/তারেক