ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

শ্রীমঙ্গলে নগদ অর্থ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২২ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে নগদ অর্থ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : মেসেঞ্জার

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে নগদ অর্থ ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানা সুত্র জানায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শহরতলীর শাপলাবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মো. রুমন হোসেন হৃদয় (২২) ও রাজু মিয়া (২৩) কে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৫ হাজার ১০০ টাকা উদ্ধার করে।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মেসেঞ্জার/কাজল/তারেক

আরো পড়ুন