ছবি : মেসেঞ্জার
বিজ্ঞান ও প্রযুুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতি গঠনের লক্ষ্যে নাটোরে নলডাঙ্গা উপজেলায় দুই দিনব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেদুয়ানুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার প্রশাসক মো. আশিকুর রহমান। উপজেলা কৃষি অফিসার মো. কিশোয়ার হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার মো. মোস্তফা সারওয়ার শাহীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাজ্জাদ হোসাইন,উপজেলা একাডেমি সুপারভাইজার আবদুল্লাহ আনসারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াতের সেক্রেটারী ডা. ফজলুর রহমান, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,উপজেলা ছাত্র বৈষম্য সংগঠনের আহ্বায়ক মো. কাজী আতিকুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজসহস্থানীয় গণমানব ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্য নির্ভর জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক অবকাঠামো সুবিধা, সর্বাধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি ল্যাবের সংযোজন, গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব সুবিধা গ্রহণ করে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে তারুণ্য নির্ভর বুদ্ধিদীপ্ত জাতিতে পরিণত বাংলাদেশ।
মেলায় উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প প্রদর্শন করছে। মেলায় শিক্ষার্থীদের জন্য অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। আগামীকাল মেলা সমাপ্ত হবে।
মেসেঞ্জার/আরিফুল/তারেক