ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

সাড়ে চার লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

টেকনাফ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:০০, ২২ জানুয়ারি ২০২৫

সাড়ে চার লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

ছবি : মেসেঞ্জার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (২২ জানুয়ারি) ভোর তিনটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফনদ সীমান্ত থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পাচারকারীদের কাউকে আটক করতে পারেননি বিজিবি।

টেকনাফস্থ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন তথ্য ছিল বিজিবির কাছে। এ খবরের ভিত্তিতে বিজিবি সদর ও লেদা বিওপির দুটি টহলদল লেদা নাফনদের মেম্বার পোস্ট নামক এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় নাফনদের পাড়ে অবস্থানরত মাদক পাচারকারী চক্রের সদস্যরা বিজিবির অভিযান টের পেয়ে নদে ঝাঁপ দেয় এবং সাঁতরে শূণ্য রেখা অতিক্রম করে। পরে বিজিবি টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে চার লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আরও জানান, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার এবং চোরাচালান রোধকল্পে কঠোর অবস্থান নিয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সীমান্তে কার্যকরী টহল পরিচালনা এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিগত কয়েক সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক আসামী গ্রেপ্তার  করে থানায় সোর্পদ করা সম্ভব হয়েছে।

মেসেঞ্জার/জাকারিয়া/তুষার