ছবি : মেসেঞ্জার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় প্রথমবারের মতো রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি টেন্ডারের কাজ বরাদ্দ করা হয়েছে। লটারির মাধ্যমে মেসার্স মনির সেনিটারি কনস্ট্রাকশন সাড়ে ৭৪ লাখ টাকার প্রকল্পের কাজ পেয়েছে। এই উদ্যোগে উপজেলার দীর্ঘদিনের প্রভাবশালী নেতৃত্বের অনিয়ম ভেঙে স্বচ্ছতার নতুন ইতিহাস রচিত হয়েছে।
কর্ণফুলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্ত্বাবধানে ই-জিপি (ডিজিটাল) পদ্ধতিতে টেন্ডার প্রক্রিয়া পরিচালিত হয়। এতে অংশগ্রহণ করে ৯২টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ৮৯টি প্রতিষ্ঠান সিডিউল জমা দেয়, যার মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী ঠিকাদার নির্বাচন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইন বলেন, ‘টেন্ডার আহ্বান থেকে শুরু করে প্রক্রিয়া শেষ করা পর্যন্ত সব নিয়ম মেনে স্বচ্ছতার সঙ্গে কাজটি সম্পন্ন হয়েছে।’
এই প্রকল্পের অধীনে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান সড়ক এবং চরপাথরঘাটা ইউনিয়নের সালাউদ্দিন বকুল সড়ক এইচবিবি (হেরিন বোন বন্ড) পদ্ধতিতে উন্নয়ন করা হবে। সড়কগুলোর মোট দৈর্ঘ্য ১০০০ মিটার।
দরপত্রের প্রাক্কলিত মূল্য ছিল ৭৪ লাখ ৫৪ হাজার ১০০ টাকা। মেসার্স মনির সেনিটারি কনস্ট্রাকশন সর্বনিম্ন ৭০ লাখ ৮১ হাজার ৩৯৫ টাকার প্রস্তাব দিয়ে কাজটি অর্জন করে।
এর আগে কর্ণফুলী উপজেলায় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া পরিচালিত হতো। সাধারণ ঠিকাদাররা অংশ নিতে সাহস করতেন না। প্রভাবশালীরা পছন্দমতো ঠিকাদারদের কাজ ভাগ করে দিতেন।
এবার টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখায় ঠিকাদাররা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ঠিকাদার বলেন, ডিজিটাল পদ্ধতিতে টেন্ডার প্রক্রিয়া হওয়ায় কারা অংশগ্রহণ করল এবং কারা পেল, তা সবার কাছে স্পষ্ট। কোন সমস্যা নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-২০২৫ অর্থবছরের অধীনে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই টেন্ডার আহ্বান করা হয়। দরপত্র বিক্রি শেষ হয় ৫ জানুয়ারি ২০২৫ এবং দাখিলের শেষ তারিখ ছিল ৬ জানুয়ারি। গত ২০ জানুয়ারি দুপুরে উন্মুক্ত প্রক্রিয়ায় লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়।
স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা এই উদ্যোগকে কর্ণফুলী উপজেলায় টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতার দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন। তাদের আশা, এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ জনগণের আস্থা অর্জনে কার্যকর হবে।
মেসেঞ্জার/আকাশ/তুষার