ঢাকা,  বুধবার
২২ জানুয়ারি ২০২৫

The Daily Messenger

বগুড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বগুড়া ব্যুরো

প্রকাশিত: ১৭:৩৪, ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি : মেসেঞ্জার

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ায় অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

জেলা প্রশাসক হোসনা আফরোজা বুধবার (২২ জনুয়ারি) সকালে শহীদ চান্দু ষ্টেডিয়াম সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা তোছাদ্দেক হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

জেলার ১২টি উপজেলার বালক ও বালিকা দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২৮ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

মেসেঞ্জার/আলমগীর/তুষার