ছবি : মেসেঞ্জার
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে এক দফা এক দাবিতে বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এ কর্মসূচি পালন করে তারা।
এছাড়া কলেজের গোপন এডহক কমিটি গঠনের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে ১১ জনের বিরুদ্ধে বিতর্কিত ওই সভাপতির করা সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে একইদিন দুপুরে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থী কিংবা অভিভাবকদের কাউকে না জানিয়ে গোপনে মামলাবাজ হিসেবে চিহ্নিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। ছাত্রজীবনে এই জসিম উদ্দিন এই প্রতিষ্ঠানেরই এক শিক্ষককে লাঞ্ছিত করার দায়ে বহিষ্কার হয়েছিলেন। এছাড়া তিনি চরমোন্তাজে বসবাস করেন না। তাই কলেজের মানোন্নয়নে তিনি কোন ভূমিকা রাখতে পারবেন না। এ কারণে তাকে কেউ সভাপতি হিসেবে মেনে নিবে না। অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।
এদিকে, ওই কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের যোগসাজশে জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করার প্রতিবাদে করা কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে এদিন (বুধবার) দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এলাকাবাসীর পক্ষে চরমোন্তাজ স্লুইস বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। তাদের দাবি, অনতিবিলম্বে হয়রানিমূলক এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মেসেঞ্জার/মানিক/তুষার